সুরুজ মিয়া খুন: প্রতিবাদে কাশিপুরে আওয়ামীলীগের সভা ও দোয়া

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরুজ আলী মিয়ার হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সুরুজ মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শুক্রবার (৫ জুলাই) বাদ মাগরিব দলীয় কার্য়ালয়ে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দেগে প্রতিবাদ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমএ সাত্তারের পরিচালনায় বক্তব্য ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন শিকদার, সাংগঠনিক সম্পাদক এমএ মান্নান, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিরুল্লাহ রতন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিউল্লাহ সফি, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা আওয়ামী লীগের সদস্য দুলাল হোসেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, জুয়েল প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান হায়দার উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা ইউনুস আলী বেপারী, হারুন অর রশীদ প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামীম আহম্মেদ মেম্বার, ফুলচান শিকদার, ফাতু মিয়া, বদু মিয়া, মো: ফারুক, মো: সেলিম, জুয়েল, যুবলীগ নেতা জানে আলম বাদশা, শরীফ, ছাত্র লীগ নেতা রিয়াজ উদ্দিন কবির সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়ার মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছে না। তারা বলেন, আওয়ামী লীগের মধ্যে ঐক্যবদ্ধ দরকার। ঐক্যবদ্ধ না থাকার কারণে সন্ত্রাসীরা সুরুজ মিয়ার মত একজন লোককে নির্মম ভাবে হত্যা করার সাহস পেয়েছে। প্রতিটি এলাকায় সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তোলা দরকার। নতুবা হীরা, সালুর মত সন্ত্রাসীদে হাতে যেভাবে সুরুজ মিয়া খুন হয়েছে ভবিষ্যতে এমন বহু সুরুজ মিয়াকে খুন হতে হবে। কাশিপুরে সাইফউল্লাহ বাদল ভাইয়ের মত আমাদের একজন প্রভাবশালী অভিভাবক থাকা সত্বেও কাশিপুরের মাটিতে কেন সন্ত্রাসীরা এতো বেপরোয়া হয়ে উঠবে আর কেন সন্ত্রাসীদের হাতে সুরুজ মিয়া ভাইয়ের মত লোক খুন হবে।

বক্তারা আরো বলেন, আমরা মনে করি আজকে সাইফউল্লাহ বাদল ভাই অসুস্থ থাকার কারণে সন্ত্রাসীরা এতো সাহস পাচ্ছে। আমরা বাদল ভাইয়ের সাথে আলোচনা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাদল ভাইয়ের মাধ্যমে কাশিপুরকে সন্ত্রাসমুক্ত কাশিপুর ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।