সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সম্প্রতি আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
১২ জুলাই শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর খানপর বরফকল মাঠ থেকে শতশত যুবদলের নেতাকর্মীদের নিয়ে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর মিশনপাড়া মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ অপু, নূরে ইলাহী সোহাগ, সদর থানা যুবদল নেতা রাফিউদ্দীন রিয়াদ, বন্দর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী সম্রাট হাসান সুজন, সদর থানা যুবদল নেতা সাইফুল ইসলাম আপন, মহানগর যুবদল নেতা আশিকুর রহমান অনি, মানিক বেপারী, শাহজালাল কালু, রুবেল সর্দার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।