নও তুমি বহুদূরে

নও তুমি বহুদূরে
      ———কে.এম. সুমন

যে দিন তুমি ধরেছিলে আমার ‘দু’টি হাত
বলেছিলে চোখের ভাষায় কেটে যাক শত রাত,
গভীর সুখে রেখেছিলে, মাথা খানা মোর বুকে
ভেবেছিলাম হলো বুঝি প্রণয়, কাটবে জীবন সুখে।

কথা হইতো প্রতিদিনই দেখা হইতো নাকো,
বলতে তুমি হবে দেখা, একটু অপেক্ষায় থাকো।
মন আমার উদাসীন হয় বাঁশির করুন সুরে,
হিয়া মোর বলে তখন নও তুমি বহুদূরে।

ক্লান্ত আমি হেটে যেতে বিমর্ষ চোখে ফিরে চাই
একটু আঁশার আলো যদি কোথাও খুঁজে পাই,
আজও কানে ভাসে সেই মধুর সুর রাত্রী গভীর হলে,
দূর অজানায় চলে গেছো তুমি, যাইনি তবু ভুলে।

জীবন যেন ভুলে গেছে তার, অবিরাম পথচলা,
কঠোর হাতে কেন করেছিলে এতো নিষ্ঠুর খেলা?

রচনাকাল: ১৩ জুলাই, ২০২১
লেখক: আইনজীবী ও রাজনীতিক