রূপগঞ্জে নৌ ভ্রমণে হামলায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে উপজেলার তারাইল এলাকা থেকে রাজিব আহম্মদ নামে র এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ জুলাই রূপগঞ্জ থানা পুলিশ এ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।
নিহত রাজিব আহম্মদ( ৩২) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার হরদি এলাকার আব্দুল হকের ছেলে। পেশায় সে ইজিবাইক চালক।

পরিবারের বরাতে নৌ পুলিশের এসআই মোস্তফা জানান, গত ১৪ জুলাই রবিবার সকালে গাজীপুরের কালীগঞ্জের হরদি এলাকা থেকে ট্রলারে নদী পথে পিকনিক করার জন্য রাজিব সহ তার ৩০ জন বন্ধু ঘোড়াশাল যায়। রাত ১০টার দিকে ফেরার পথে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন পৌরসভার তারাইল এলাকায় পৌঁছলে কাঞ্চন পৌরসভার ১নং ওয়্যার্ডের ১৫/২০ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকা যোগে তাদের ট্রলারে হামলা চালায়। হামলায় ১০ থেকে ১৫ জন আহত হয়। এসময় ট্রলারে থাকা লোকজন নদীতে লাফিয়ে পড়ে সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ইজিবাইক চালক রাজিব আহম্মেদ।

পরে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।