৫ আগস্টে গুলিবিদ্ধ নেতাকর্মী ও শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছে সোনারগাঁও উপজেলা বিএনপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিন ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সোনারগাঁও উপজেলা বিএনপির ৫ নেতাকর্মী ও ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ৫ নেতাকর্মীকে দেখতে তাদের বাসায় গিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সহ বিএনপির শীর্ষ নেতারা।

সোনারগাঁও থানা বিএনপি জানায়, সেদিন বিএনপি নেতা আকাশ মাহামুদ, আল আমিন, ছাত্র আনিসুল ইসলাম, শাকিল মিয়া ও স্বেচ্ছাসেকক দল নেতা রোকনুজ্জামান রোকন সেদিন গুলিবিদ্ধ হোন। ওই সময় বিএনপির নেতারা গুলিবিদ্ধ আহত নেতাকর্মী ও ছাত্রদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান কামরুজ্জামান ভূইয়া মাসুম, সাংগঠনিক সম্পাদক মো: মুজিবুর রহমান, বিএনপি নেতা আব্দুর রহমান, আমানউল্লাহ সহ অন্যান্য নেতাকর্মীরা।