ফতুল্লার শিষমহল মন্দির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর মতবিনিময়

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেছেন, আমরা ৭১’সালের যুদ্ধ দেখিনি। কিন্তু ২০২৪ সালের যুদ্ধ দেখেছি। স্বেরাচার সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ আবারো স্বাধীন হয়েছে। তাই স্বাধীন দেশে আমরা কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা বরদাস্ত করা হবে না।

১৩ আগস্ট সোমবার সন্ধ্যায় ফতুল্লায় হরিহরপাড়া শিষমহল এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউস বিগ্রহ মন্দিরের উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এসব কথা বলেন।

উক্ত মন্দিরের সভাপতি দীলিপ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিঠন।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী আরো বলেন, আমারা সংখ্যালঘু বলতে কিছু বুঝিনা, আমরা বুঝি সমাজের সবাই আমরা এক পরিবারের সদস্য। মন্দির রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছে।

তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের নিরাপত্তার দায়িত্ব আমাদের যেমন আছে, কিছু দূর্বৃত্ত আপনাদের উপর হামলা, উপাসনালয়ে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনাদের আরো সর্তক থাকতে হবে। আমরা সবাই সতর্ক থাকলে আমরা সবাই নিরাপদে থাকতে পারবো।

এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত কমিটির সাধারণ সম্পাদক রাম প্রসাদ ঘোষ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল ইসলাম লিঠন, মোঃ অভি, রানা, জিতেন চন্দ্র দাস, প্রদীপ দাস, সন্জয় দাস, শিবু দাস, উক্ত মন্দির কমিটির সদস্য গনেশ চন্দ্র দাস, রতন দাস, প্রফুল্ল দাস, রবি দাস বক্তব্য রাখেন হিন্দু নেতা বাবু নীল রতন দাস প্রমূখ।