নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে গত ৫ আগস্ট লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১১। দুর্বৃত্তদের দ্বারা নারায়ণগঞ্জের রাইফেল ক্লাব আক্রমণ, লুটপাট, ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় ক্লাব থেকে লুট হওয়া ৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ১৩ আগস্ট মঙ্গলবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার, সহকারী পরিচালক এএসপি সনদ বড়ুয়া।

তিনি জানান, বাংলাদেশে সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের ৩৬ দিন ব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রুপ নেয়। যার ফলে গত ০৫ আগস্ট দুপুরে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যায়। ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা গণভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ লুটপাট করে।

এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ করতঃ লুটপাট করে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা ক্লাব থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুট করে নিয়ে যায়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১২ আগস্ট নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন হাজীগঞ্জ গোদারাঘাট ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে .২২ বোর ফ্রি পিস্তল ১টি, .২২ র‌্যাপিড ফায়ার পিস্তল ১টি, ১৭৭ স্টেয়ার এয়ার পিস্তল ১টি ও ১৭৭ ম্যাচ এয়ার পিস্তল ১ টি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রক্রিয়াধীন আছে।