আগামী ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতির জরুরী তলবী সভায় আইনজীবীদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির নিচ তলায় বিপুল সংখ্যক আইনজীবীদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহিত হয়। তবে এদিন এত্ত সংখ্যক আইনজীবীদের উপস্থিতি ছিল যে, সমিতির বিগত ৮/১০ বছরের কোনো সভায় এত্ত আইনজীবীর উপস্থিতি দেখা যায়নি।

এ ছাড়াও সভায় আরো বেশকটি সিদ্ধান্ত নেয়া হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। সমিতির সভা হওয়ার কারনে বৈরী পরিস্থিতিতেও সভায় সকল দল মতের আইনজীবীদের উপস্থিতি দেখা গেছে এদিন।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পালন ও সকল আইনজীবীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় সকল আইনজীবীদের সম্মতিতে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বেনজির আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়। এ ছাড়াও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আজিজুল হক হান্টুকে প্রধান করে একটি আপিল বোর্ড গঠন করা হয়।

নির্বাচনকালীন সময়ের জন্য আইনজীবী সমিতির ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমেদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শাহআলম খানকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

সভায় উল্লেখযোগ্য আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ও অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বারী ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা সহ বিপুল সংখ্যক সিনিয়র ও জুনিয়র আইনজীবীগণ।