রূপগঞ্জে দিপু ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির অবস্থান কর্মসূচিতে ছাত্র জনতার ঢল

ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আওয়ামীলীগ শাসন আমলে ছাত্র-জনতা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় উপজেলা বিএনপি এই বিক্ষোভের আয়োজন করে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সহ-সভাপতি আনোয়ার সাদাত, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ শেষে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করা হয়৷

গোলাম ফারুক খোকন তার বক্তব্যে বলেন, ২০০৯ সালে ক্ষমতায় এসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তারপর গত ১৬ বছর ধরে বিরোধী দল ও মতের মানুষকে গুম খুন করা হয়েছে তারই নির্দেশে। এক্ষেত্রে তিনি রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেছেন। তাছাড়া ঢাকার শাপলা চত্বরে ৫ মে হত্যাকাণ্ড ও সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার। রীতিমতো গণহত্যা চালিয়েছেন। একটি স্বাধীন রাষ্ট্রে এতোগুলো হত্যাকাণ্ডের পর কেউ বিচারের মুখোমুখি হবে না তা হতে পারে না। আমরা দাবি করছি প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক তদন্তের পর সেসব হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে।

তার আগে দুপুর থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। সমাবেশের আগেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়৷ এসময় নেতাকর্মীরা শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে শ্লোগান দেয়।

এছাড়াও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আফজাল কবির, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, মাহামুদুল হক, আরিফ হাসান আরব সমাবেশে বক্তব্য দেন।