জাহিদ খন্দকারের নেতৃত্বে ধামগড় ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার ১৫ আগষ্ঠ শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক দিবস পালন করতে চেয়েছিল দলটির নেতা কর্মীরা। এ সময় তাদেরকে প্রতিহত করে একটি প্রতিবাদ মিছিল ও শোডাউন করেছে ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের নেতৃত্বে ধামগড় ইউনিয়ন বিএনপি।

এ প্রতিবাদ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড হয়ে দশদোনা হালুয়াপাড়া জাঙ্গাল ও গোকুলদাশের বাগ হয়ে ইস্পাহানি ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে শেষ করেন।

এ সময় জাহিদ খন্দকার বলেন, আমরা বিগত ১৬ বছর বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছি, তবে বাংলার বৈষম্য বিরোধী ছাত্র জনতা যে স্বাধীনতা এনে দিয়েছে। এই বাংলার মাটিতে কোন ফ্যাসিবাদের ঠাঁই নেই, শহীদদের তাজা রক্তের উপর দাঁড়িয়ে ১৫ই আগষ্ট শোক দিবস পালন করে বাঙালি জাতিকে কলঙ্কিত করবেন না বলে ফ্যাসিবাদ আওয়ামী নেতা কর্মীেদর হুঁশিয়ারি দিয়েছেন জাহিদ খন্দকার।

এসময় তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের নেতাদের সাথে তালে তাল মিলিয়ে চলেছে, বিভিন্ন ফ্যাক্টরি ও যানবাহন থেকে যারা চাঁদাবাজি করেছে, তাদেরকে দলের যে নির্দেশ অনুযায়ী দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে । আর যদি বর্তমানে কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে দখল বাজি করে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা এই দেশটিকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এসময় ধামগড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি, জাহিদ খন্দকার এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মোমেন, ভূঁইয়া, মোশারফ মিধা, মো. মনির মিয়া,মোঃ হাসান আলী, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ কবির, মোঃ গাজী লিটন, মোহাম্মদ জামান, মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউনিয়ন যুবদল নেতা মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান, মো. রনি, শুভ,আব্দুল গাফফার সহ বিএনপির , যুবদল, ছাত্রদল, কৃষক দল ও সংগঠনের নেতাকর্মী।