সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছিলেন, যদি নির্দেশ দেই তাহলে আপনার বাড়ি হোয়াইট হাইজের ইটও থাকবে না। টিপুর এমন বক্তব্যের পর মেয়র আইভীর পক্ষে দাঁড়িয়ে গেলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী। রাব্বী বিগত ১৫ বছর ধরে মেয়র আিইভীর দ্বারা বিভিন্নভাবে সুবিধাভোগীদের একজন।
রফিউর রাব্বী টিপুর বক্তব্যের জেরে বলেন, ‘বিএনপির একজন বলেছেন, একজনের বাড়ির ইট খুলে আনবেন। ইট খুলে আনার হুমকি আপনি দিবেন কেন? যদি কেউ অপরাধী, দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকে তাহলে দুর্নীতি দমন কমিশনকে অভিযোগ করুন। বাড়ির ইট খুলে নেয়ার অধিকার আপনাদের কে দিল? বর্তমান সরকারকে বিতর্কিত করতে যাবেন না। আপনাদের অনেকে শামীম ওসমান, সেলিম ওসমানের সাথে ছিলেন। আপনাদের অনেকে শামীম ওসমানের কাছ থেকে ২-৪ কোটি এনেছেন। আবার সংবাদমাধ্যমে তা বলেছেনও। আমরা এটি সংবাদের মাধ্যমে জেনেছি।’
১৬ আগস্ট শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর চাষাড়া শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের এক সাংস্কৃতিক সমাবেশে রাব্বী এসব কথা বলেন।
এর আগে গত ১৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এক সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হোয়াইট হাইজ নিয়ে উপরোক্ত বক্তব্য দিয়েছিলেন। বিএনপি নেতা টিপু বলেন, সব পালিয়ে গিয়েছে, আর আপনি দেওভোগে এখনও বসে আছেন৷ আমরা যদি নির্দেশ দেই তাহলে আপনার ওই হোয়াইট হাউজের একটি ইটও থাকবে না। অতএব আপনি সাবধান হয়ে যান। আপনি আর এক পাও আগাবেন না।’ আইভী বিএনপির কার্যালয় দখল করেছেন বলে অভিযোগ করে টিপু বলেছিলেন, আপনি বিএনপির অফিস দখল করেছেন। কোটি টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের নামে অনেক দুর্নীতি করেছেন। আমরা চাই না বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচনের আগে কোন সন্ত্রাসী, খুনি হাসিনার প্রেতাত্মা এদেশে থাকুক।’
এদিকে রফিউর রাব্বী আরও বলেন, ‘নারায়ণগঞ্জের এসপি নিজেকে ছাত্রলীগের ক্যাডার বলে প্রকাশ্যে পরিচয় দিয়েছেন। আপনারা মানুষের টাকায় বেতন নেন আর বলেন, ছাত্রলীগের ক্যাডার! আজমেরী ওসমানের বাহিনী এখন বিএনপির জাকির খানের দলের সাথে ভিড়েছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথেও ভিড়েছে। সতর্ক হতে হবে।’
রাব্বি বলেন, ‘পদত্যাগের পর এরশাদ দেশ ছাড়ে পালায়নি। শেখ হাসিনার দুঃশাসনের জন্য তাকে পালাতে হয়েছে। বিএনপি গত ১৫ বছর কতটা নিগৃহীত হয়েছে, আমরা দেখেছি। বাড়িতে থাকতে পারেননি, কারো কারো বিরুদ্ধে শতাধিক মামলাও হয়েছে। আমরা এর বিরোধীতা করেছি, করবো। এর থেকে আমরা বের হতে চাই। আমরা চাই না হাসিনা রেজিমের (হাসিনাতন্ত্রের) মতো আর কোনো রেজিম (তন্ত্র) এ দেশে প্রতিষ্ঠা লাভ করুক।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন খেলাঘর আসরের জেলা সাবেক সভাপতি রথীন চক্রবর্তী। অনুষ্ঠানে, কবিতা গান পরিবেশন করে চন্দ্রবিন্দু শিশু মন কেন্দ্র, ‘যোদ্ধা’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও গঙ্গাফড়িং এর শিশু সংগঠকরা।