সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন ব্যবসায়ী মাসুম রানা। কিন্তু হটাত করে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিএনপির বড় নেতায় আভির্ভাব ঘটেছে এই মাসুম রানার। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছেন মাসুম রানা। একই সঙ্গে মান্নানের পাশের চেয়ারেও বসছেন তিনি।
স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এতদিন মাসুম রানাকে নিজেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা হিসেবে পরিচত ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণায় ছিলেন বেশ। তবে নির্বাচন নাগাদ সময়ে তিনি আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান মাসুম রানা।
কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে তারপর থেকে বিএনপির রাজনীতিতে ডুকে পড়েছেন মাসুম রানা। তিনি বিএনপির মিছিলগুলোতে সামনের সারিতে চলে আসছেন। এমনকি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন মাসুম রানা। মান্নানের পাশের চেয়ারেই বসানো হচ্ছে তাকে। এমন যখন অবস্থা তখন স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা বিষিয়টি মেনে নিতে পারছেন না।
ভিতরগত সূত্রে জানাগেছে, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনের নির্বাচনে চেয়ারম্যান পদে মাসুম রানাকে বসানোর পরিকল্পনা হাতে নিয়েছেন মান্নান। মুলত সেই লক্ষ্যেই মাসুম রানাকে নিয়ে মাঠে নেমেছেন মান্নান। দুদিন পূর্বে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দীন অহামেদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন মান্নান।