হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানোয় ফতুল্লা প্রেসক্লাবের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি

হত্যা মামলায় সাংবাদিকদের জড়ানোর প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় গত ১৮ আগস্ট রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নাম জড়ানো হয়েছে। মামলায় সাংবাদিকদের নাম জড়ানোর ঘটনায় ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

সাংবাদিক বিল্লাল হোসেন রবিন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফরহাদ হোসেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিল, নিজেদের জবরদখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে সাংবাদিকদের ওই মামলায় জড়ানো হয়েছে। আমরা অবিলম্বে ওই মামলা থেকে নিজ দায়িত্বে দুই সাংবাদিকদের নাম প্রত্যাহার করাবেন। অন্যথায় ভবিষ্যতে ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে ফতুল্লা প্রেসক্লাব কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।