বিশৃঙ্খলাকারী ও চাঁদাবাজদের প্রতি ফতুল্লা থানা বিএনপির কঠোর হুশিয়ারী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বর্তমান পরিস্থিতিতে বিশৃঙ্খলাকারী, দখলবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

নারায়ণগঞ্জের ফতুল্লায় এনায়েতনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতা রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শাসনগাওয়ে শাহি মসজিদ সংলগ্ন এলাকায় এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দেগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ফতুল্লা থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ, ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন কাদির, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল সরদার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, এনায়েতনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন খোকা, প্রচার সম্পাদক মো: জুয়েল, বিএনপি নেতা আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক দল নেতা রুপম, আনিসুর রহমান মিন্টু, কবির হোসেন, যুবদল নেতা আকতার হোসেন, ছাত্র দল নেতা শফিকুর রহমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি শহিদুল ইসলাম টিটু বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর দেশ শাসন করে দেশটিকে অভিশপ্ত রাষ্ট্র হিসেবে পরিনত করে তুলেছে। এই জালিম সরকারের রোষানলের শিকার আমরা জেল জুলুমের শিকার হতে হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। হাসিনার পালিয়ে যাওয়ায় প্রমান করে জালিম সরকার দেশের মানুষের সাথে কতটা অপরাধ করেছে। খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দেশের নিরীহ লোকজন ও ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। সকল খুনের বিচার দাবি করছি।

তিনি আরো বলেন, দলের মধ্যে অনেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এমন সংবাদ আমাদের কাছে আসে। তাদেরকে সতর্ক করে বলতে চাই দলের নাম ভেঙে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড সহ চাঁদাবাজি করার প্রমাণ পেলে দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেয়া হবে।