ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির যুবদল কর্মী বাবুল মিয়াকে হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৪ এমপি সহ ১৩১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে আড়াইহাজার থানায় এই মামলাটি করেন।
মামলার সূত্রে, গত ৪ জুলাই সকালে বাবুল মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করে। এরই জের ধরে ওইদিন সন্ধ্যায় কালীবাড়ি বাজার হতে উঠাইয়া নিয়া যায়। ভিকটিমকে আসামীরা দুপ্তরা তাতীপাড়া ঈদগাহে নিয়ে চাইনিজ কুড়াল ও রড এলোপাথারি ভাবে আঘাত করে রক্তাক্ত জখম করে। বিবাদীগন ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে লাশ ফেলে চলে যায়। পরবর্তিতে খবর পেয়ে ভিকটিমের সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ আড়াইহাজার স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রীৗ ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, গাজী গোলাম দস্তগীর, নজরুল ইসলাম বাবু, কায়সার হাসানাত আব্দুল্লাহ, আজমেরী ওসমান , অয়ন ওসমান, মোঃ আলাউদ্দিন, ফকির আক্তারুজ্জামান, ফকির কামরুজ্জামান নাহিদ, ফকির মাশরিকুজ্জামান নিয়াজ, রফিকুল ইসলাম , জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, জিএম আরাফাত, বাকীর, আব্দুল হাই, শব্দর আলী, চেয়ারম্যান নাজমুল, শামীম, জুলহাস, সেলিম, মেয়র সুন্দর আলী, বাহাউদ্দিন, আওয়ামীলীগ নেতা একেএম আবু সুফিয়ান, ফারুক, চেয়ারম্রান ওয়াদুদ, মোশারফ, মোক্তার, কামরুল, কাদির, গেলমান (৪৮) পিতা- নজু, সাং- পুরিন্দা, খানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, রবিন, জিকু, দিয়াজ মোল্লা, রুমান, কাজল মেম্বার, আহম্মেদ কবির উজ্জল, বাবুল, জয়নাল, সাদ্দাম ,মঞ্জুর , শরিফ সরকার, অপু, সাইফুল, আলামিন, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, আবু তালেব মোল্লা, কাউসার, ইকবাল মোল্লা, আনাছ, তুষার, জুয়েল, সুমন, ছালাম, রবিন ,আলী হোসেন, সিরাজ, অরিফুল ইসলাম, মোঃ ইসমাইল, বেনজীর আহম্মেদ, আমান উল্লাহ আমান, সিরাজুল ইসলাম, হালিম সিকদার, জাকির মোল্লা, আজিজ মোল্লা, খোরশেদ আলম, মুজাহিদুর রহমান হেলো, শাহজালাল মিয়া, রেজাউল করিম, শরিফ মিয়া, আমর (২৫),শহিদুল্লাহ, মনির, আবুল বাশার টুকু, বিল্লাল, মোঃ ওহমান, আলভাব, সাইফুল , জুয়েল, মোঃ সুমন ,দিলীপ কুমার, মোঃ আনিছ সহ ১৩১ জনের নাম উল্লেখ করা হয়।