বয়স্ক, বিধবা ভাতার বই বিতরণে বিএনপি নেতা মুকুল ও ইউএনও পিন্টু বেপারী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার বন্দরে ২০১৮-২০১৯ অর্থবছরে উপজেলার বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতার বই বিতরণ করেছে বন্দর উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
৯ মে বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ২’শ ভাতাপ্রাপ্তদের এই বই প্রদান করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মোক্তার হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ফারুক আহমেদ, সমাজ সেবক মোস্তাক আহমেদ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাবিব ও দেলোয়ার হোসেন মদিল সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।