নারায়ণগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনে যাকাতের অর্থ আত্মসাত, দুদকের অভিযান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

যাকাত ফান্ডসহ মসজিদের ইমামদের কাছ থেকে প্রাপ্ত অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ মে বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা যায়, দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ আসে নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মহিউদ্দিন জেলার যাকাত ফান্ড এবং প্রত্যেক মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামের ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এর পরই দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা- ২ এর একটি এনফোর্সমেন্ট টিম বুধবার এ অভিযান চালায়।

প্রণব কুমার বলেন, দুদক প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনায় জানতে পারে ওই সহকারী পরিচালক যাকাত ফান্ড, জেলার প্রায় ১ হাজার ৪০০ মসজিদের কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা ও বিভিন্ন ফান্ডের প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে অনুসন্ধান শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।