সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের সুস্থ্যতা কামনায় বন্দর ১নং খেয়াঘাট ব্যবসায়ীদের উদ্যোগে এবং সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মহানগরীর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক দিদার খন্দকারের সৌজন্যে এক মিলাদ দোয়া মাহফিল ও খিচুরি বিতরণ করা হয়।
৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ২টায় বন্দর ১নং খেয়াঘাট দোকানদার মোঃ টুকু ইসলাম রানা ও মোঃ আব্দুল আউয়ালের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন দিদার খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, লতিফ, সেলিম, শামীম প্রমুখ।
দিদার খন্দকার বলেন, গত বছর ৪ সেপ্টেম্বর আওয়ামীলীগ সরকার আমলে র্যাবের হাতে গ্রেপ্তার হন এক সময়ের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা জাকির খান। সেই থেকেই কারাবাস করছেন তিনি। গত ২/৩ দিন যাবৎ কারাগারে অসুস্থ হয়ে পড়ায়, তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থ্যতা কারণে আসতে পারেনি। জাকির খানের সকল মামলাগুলো মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা। তার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে সেদিন এ মামলাটি ঠুকে দেয়া হয়েছিলো তৎকালীন চিহ্নিত।