টিপুর উপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্ৰেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের সামনে এই বিক্ষোভ মিছিল বের করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

এসময়ে বিক্ষোভ মিছিল থেকে বিএনপিপন্থী আইনজীবীরা মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যে চালানো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্ৰেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর একটা গোষ্ঠী দখল বাণিজ্যে মেতে উঠেছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এই দখল বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তারা টিপুকে হত্যা করতে চেয়েছিলো, আল্লাহর অশেষ রহমতে টিপু আমাদের মাঝে এখনো বেঁচে আছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই‌ অন্যথায় আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এর দাঁতভাঙ্গা জবাব দেবো।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, আইনজীবী অ্যাডভোকেট বেনজীর আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহিন, অ্যাডভোকেট রকিবুল হাসান শিমুল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুর গাফফার, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট আলম খান, অ্যাডভোকেট একেএম মাহমুদুল হক আলমগীর, অ্যাডভোকেট সালাহউদ্দিন ভূঁইয়া সবুজ, অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট হুমায়ুন কবির হৃদয়, অ্যাডভোকেট এসএম সায়েম রানা, অ্যাডভোকেট ফজলুর রহমান ফাহিম, অ্যাডভোকেট সুমন মিয়া, অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, অ্যাডভোকেট মাসুদা বেগম শম্পা, অ্যাডভোকেট হামিদা খাতুন লিজা, অ্যাডভোকেট মামুন মাহামুদ মিয়া, অ্যাডভোকেট শাহআলম শামীম, অ্যাডভোকেট জামান মিয়া, অ্যাডভোকেট ফাতেমা মাসুদ, অ্যাডভোকেট কেএম সুমনসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।