সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুল শিক্ষকদের প্রদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়।
বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, শামসুজ্জোহা এম বি ইউনিয়ন স্কুলের মোঃ আব্বাস উদ্দিন, এরশাদউল্লাহ,মদনপুর রিয়াজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, আনোয়ার মডেল স্কুলের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, সালাউদ্দিন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ শারমিন ফারজানা লুনাসহ বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
মানববন্ধন শেষে তারা বন্দর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেন।
সভায় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের নিয়ে সব সময় বৈষম্য হয়ে আসছে। একই সিলেবাস একই বই পড়াই, একই সিলেবাস মেইন্টেইন করি তাহলে কেন আমাদের বৈষম্য হবে। আমাদের প্রধান দাবি বেসরকারি শিক্ষককে জাতীয়করণ করতে হবে। উৎসব ভাতা,চিকিৎসা ভাতা এসব আমাদেরকে দিতে হবে। এক হাজার টাকায় কোথায় বাসা ভাড়া পাওয়া যাবে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই যুগে এইরকম কোথাও পাওয়া যায় কি না আপনারা ভাল করে খোঁজ নিয়ে দেখবেন।