ভাসানীর জানাযায় সহস্রাধিক বিএনপির নেতাকর্মী ও আইনজীবীদের অংশগ্রহণ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বিলুপ্ত শহর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়ার নামাজে জানাযায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সহস্রাধিক নেতাকর্মী ও কয়েক’শ আইনজীবী অংশগ্রহণ করেছেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এই জানাযায় অংশগ্রহণ করেন।

৩০ সেপ্টেম্বর সোমবার বাদ এশা মহানগরীর নিতাইগঞ্জ দক্ষিণ নলুয়া জামে মসজিদে এই জানাযা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী নুর উদ্দীন, নাসিকের ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, মহানগর বিএনপি নেতা ফারুক হোসেন, নুরুল হক চৌধুরী দিপু, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, আওলাদ হোসেন, মনোয়ার হোসেন শোখন, আক্তার হোসেন খোকন শাহ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও আইনজীবীগণ।

নামাজে জানাযা শেষে পাইকপাড়া সামাজিক কবরস্থানে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়ার লাশ দাফন করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর সোমবার পৌনে ১২টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হোন অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভুঁইয়া। তাকে দ্রুত রাজধানীর আজগর আলী হাসপাতালে নেয়া হয়। সেখানে পরিস্থিতি গুরুতর হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। ৩০ সেপ্টেম্বর সোমবার পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই ভাসানীর মৃত্যু হয়। বাদ এশা নারায়ণগঞ্জ মহানগরীর নিতাইগঞ্জ নলুয়া রোড এলাকার জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে জানাযা অনুষ্ঠিত হয়।

এদিকে বিকেল ৩টার দিকে ভাষানীর লাশ দেখতে যান মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমএইচ মামুন। সেখানে লাশ দেখতে গিয়ে চেয়ারে বসেই হাত পা ছেড়ে দেন মামুন। তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ভাষানীর জানাজা শেষে বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরাও এমএইচ মামুনের লাশ দেখতে যান। তার জানাযা পরে জানানো হবে বলে জানান পরিবার। একইদিন এমন দুটি ঘটনায় হতভম্ব ও গভীর শোকাহত বিএনপি।