মান্নান-মোশারফের নেতৃত্বে রাজনীতি করি, এটাই অনেকের জ্বালা ধরেছে: আতাউর

সান নারায়ণগঞ্জ টুযেন্টিফোর ডটকম:

অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিযন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চিফ জুজিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটি আদালতে আতাউর রহমানের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিনেরর আবেদন মঞ্জুর করেন। বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান বিএনপি নেতা আতাউর রহমান।

ওই সময় সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা নিজামুদ্দীন, মোমেন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, বিএনপি নেতা হুমায়ুন কবির রফিক, ফজল হোসেন, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা কারাগারের গেটের সামনে থেকে আতাউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর আতাউর রহমান রাত ২টার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।

পরে আতাউর রহমান সেখান থেকে ছুটে যান পিরোজপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে। সেখানে তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে আতাউর রহমান বলেন, হয়তো অনেকের জ্বালা ওঠে গেছে আমি আজহারুল ইসলাম মান্নান ভাই ও মোশারফ হোসেন ভাইয়ের সাথে রাজনীতি করি। নতুবা কেন আমাকে, কি অপরাধে গ্রেপ্তার করা হলো? গত ৫ আগস্ট থেকে আজ পর্যন্ত আমি একটা অপরাধের সাথে জড়িত না। কেউ যদি একটা অন্যায় দেখাতে পারেন, আমাকে একটা অপরাধের সাথে জড়িত দেখাতে পারেন তাহলে আজজে কান ধরে ওঠাবসা কইরা রাজনীতি ছেড়ে দিমু। আমি কোনো অপরাধ করিনি।