ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট দেশে কোনো সরকার ছিল না। এ কয়েকদিন কিছু নৈতিকতাহীন লোক লুটপাট, চাঁদাবাজি করেছেন। তারা মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। পুলিশ নৈতিকতা হারানোর কারণে মনোবল হারিয়ে গেছে। তারা রাজধানী থেকে পালিয়েছে, সারাদেশ থেকে পালিয়েছে। স্বৈরাচার চলে গেলেও তাদের দোসররা রয়ে গেছে। তারা চেষ্টা করছে কীভাবে জনজীবন বিপন্ন করে তোলা যায়। আমাদের প্রথম কাজ হল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটানো। কেউ যেন চাঁদাবাজি, মাস্তানি করতে না পারে। কেউ যেন শিল্প কারখানায় লুটপাট করতে না পারে।
৪ অক্টোবর শুক্রবার বিকেলে ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিযন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ গিয়াসউদ্দীন।
তিনি বলেন, আজ অনেকেরই তো স্টেজে থাকার কথা। তারা এখানে নেই। তেল আর পানি যেমন মিশে না, গিয়াসউদ্দিন আর খারাপ মানুষ তেমন মিশে না। আপনি যত বড় নেতার সঙ্গে চলেন না কেন, আমি সেটাকে কেয়ার করি না।
তিনি আরো বলেন, আমাদের প্রথম কাজ দ্রুততম সময়ের মধ্যে ফতুল্লার মানুষকে যে বঞ্চিত হয়েছে, এ জায়গা থেকে কোটি কোটি টাকা আয় হয়। এ বৈষম্যের হাত থেকে ফতুল্লার মানুষকে রক্ষা করতে হলে অবিলম্বে ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। এখন আমাদের এটাই দাবি। এগুলো হলো আমাদের রাস্তার, ড্রেনেজসহ কাজগুলোর কথা বলতে হবে না। আমি যতদিন এটা বাস্তবায়ন করতে না পারি ততদিন আন্দোলন চালিয়ে যাবো।
তিনি বলেন, আপনাদের মনে রাখতে হবে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো করা। এগুলো পুড়িয়ে ফেললে ক্ষতি আমাদেরই হবে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
গিয়াস আরো বলেন, ১৯৭১ সালে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো বলে যুদ্ধে গিয়েছিলাম। শেখ হাসিনা ১৭ বছরে তা ধ্বংস করে দিয়েছে। তারা দিনের ভোট রাতে করেছে। ঘোষণার মাধ্যমে নির্বাচিত ঘোষণা করে দিত। আজ আমরা স্বৈরাচার বিদায় করতে পেরেছি কিন্তু মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারিনি। আমরা গণতন্ত্র এখনো আনতে পারিনি। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের এখন আন্দোলন করতে হবে।
স্বৈরাচারী সরকারের আমলে সাংবাদিকেরা স্বাধীনভাবে খবর প্রকাশ করতে পারেনি। মানুষ কথা বলতে পারেনি। বললেই ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার করত। আমাদের সেই বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। এ সরকার লুটপাট করে ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে। ওদের বাড়িতে অভিযান চালালে বস্তায় বস্তায় টাকা পাওয়া যায়। এত অর্থ লুট করেছে যেসব নিতে পারেনি।
এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া, যুগ্ম সম্পাদক কবির হোসেন প্রধান, বিএনপি নেতা মঈনুল হোসেন রতন, আলাউদ্দীন আহমেদ শিপন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, শ্রমিকদল নেতা রবিউল ইসলাম রবি মেম্বার প্রমুখ।