লায়ন্স ক্লাব অব ঢাকা-নারায়ণগঞ্জ সিটির সেবাপক্ষ উপলক্ষ্যে বন্দরে বিভিন্ন কর্মসূচি

সান নারায়ণগঞ্জ টুযেন্টিফোার ডটকম:

লায়ন্স ক্লাব ঢাকা-নারায়ণগঞ্জ সিটির উদ্যোগে ১শ’১০ জন শিশুর সুন্নতে খৎনা, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা, বৃক্ষরোপন ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোসহ নানা কর্মসূচী ৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

অক্টোবর সার্ভিস পক্ষ উপলক্ষ্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা গভর্ণর মোহাম্মদ হানিফ, সিনিয়র ভাইস জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায়মন্ট,২য় ভাইস জেলা গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী রূপু, প্রাক্তন জেলা গভর্ণর (পিসিসি)লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওয়াহাব, জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন এজাজ আহাম্মদ, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন ইফতেখার আহমেদ পুলক, ক্লাব সভাপতি মোঃ আব্দুল জলিল ভূইয়া, ক্লাব সচিব লায়ন মোঃ এমদাদুল হক, ক্লাব ট্রেজারার লায়ন মোঃ মাহমুদ, অক্টোবর সেবাপক্ষের চেয়ারম্যান লায়ন বাবু সারোয়ার, নারায়ণগঞ্জ জেলার কেবিনেট সদস্য ও লিও ক্লাব এর সদস্যবৃন্দ।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার কার্যালয়ের সচিব পনির ভূইয়া, মাহাবুব হোসেন ও ফয়সাল আহম্মেদ।