সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির পক্ষে সমাজের পিছিয়ে পড়া ৫০০ জনকে বস্ত্র বিতরণ করেছেন রোটারিয়ান ও বিশিষ্ট রাজনীতিক সমাজ সেবক দিদার খন্দকার।
৫ অক্টোবর শনিবার বিকেলে সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকায় অবস্থিত জান্নাত কনভেনশন হলে এসব বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান দিদার খন্দকার। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংতি আন্দোলন মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি‘র ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, ক্লাব প্রেসিডেন্ট মশিউর রহমান, ক্লাব সেক্রেটারী অ্যাডভোকেট ধনঞ্জয় গুহ জয়, ক্লাব ভাইস প্রেসিডেন্ট মামুনুর রহমান, ক্লাব সদস্য মির্জা আনিসুর রহমান মুকুল, ক্লাব সদস্য শাহিনা বেগম।
এসময় রোটারিয়ান দিদার খন্দকার বলেন, উৎসবমুখর পরিবেশে স্বজনদের নিয়ে খেটে খাওয়া মানুষরা যাতে দুর্গা পূজা উদযাপন করতে পারে সে লক্ষে আমি শাড়ি ও লুঙ্গির ব্যবস্থা করেছি। মূলত, খেটে খাওয়া মানুষদের মাঝে উপহার দিতে আমি সবসময় চেষ্টা করি। এবার ৫০০ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছি। সেই সাথে ৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান দিয়েছি।
তিনি আরো বলেন, রোটারিয়ান হওয়া ছাড়াও আমি ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আমি সমস্ত সনাতন ধর্মাবলম্বীদের কাছে আহ্বান জানাবো, আপনারা নির্ভয়ে-নির্বিঘ্নে আনন্দ উপভোগ করুন। শারদীয় দুর্গোৎসবে স্বাধীনভাবে আনন্দ করুন। আমরা আপনাদের পাশে আছি, আমার সংগঠনের প্রতিটি কর্মী পূজা মন্ডপে পাহাড়া দিবে। আমাদের দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকেই নিজের স্বার্থ হাসিল করতে, বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ আমরা সকলেই বাংলাদেশি। এক থালায় আমরা ভাত খাই। তাই আপনারা নির্বিঘ্নে পূজার আয়োজন করুন।