সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ফতুল্লার শীষমহল পূজা কমিটির সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোম্বর সোমবার সন্ধ্যায় কৃষ্ণকলি পূজা কমিটির সাধারন সম্পাদক রামপ্রসাদ ঘোষের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের কারনে স্বেরাচারী সরকারের পতন ঘটেছে। তবে, স্বেরাচারী সরকারের পতন ঘটলেও তাদের রেখে যাওয়া দোসররা দেশে নাশকতা সৃষ্টি করার জন্য প্রধান হাতিয়ার হিসেবে সংখ্যালঘুদের বেছে নিয়েছে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে। এসময়টাতে আমাদের সতর্ক থাকতে হবে যাতে স্বেরাচারের রেখে যাওয়া দোসররা কোন ধরনের অরাজকা কিংবা মুর্তি ভাংচুর করতে না পারে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের মন্দির রক্ষাসহ হিন্দু ধর্মালম্বী সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি ফতুল্লার বিভিন্ন পূজা মন্ডপে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী সনাতন ধর্মাবলম্বী লোকদের আশ্বস্থ করে আরো বলেন, অন্যান্য দলের চাইতে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদানে কঠোর অবস্থানে রয়েছে। যদি কেউ পূজা মন্ডপ কিংবা তার আশে পাশে কোন ধরনের অরাজকতা করার চেষ্টা করার চেষ্টা করে তাহলে তাদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।
উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন সিকদার, কৃষ্ণকলি পূজা কমিটির নেতা রবি চন্দ দাস, শিবু দাস, যুব নেতা পিযুস চন্দ দাস, সাংবাদিক রনি দাস, যুব নেতা জুয়েল দাস, দুলাল দাস, সন্জয় দাস লোকনাথ দাস, জয় দাস, বরুন দাস, সুবল দাস, শুভ দাস প্রমুখ।