সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধাসহ একই পরিবারের ৫জন আহত হয়েছেন। ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে থানার মধ্য হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হয়েছেন মধ্য হাজীপুর গ্রামের আলমচান মিয়ার ছেলে খোকন (৪০), আবুল বাশার (৫৫), পুত্রবধূ রিনা বেগম(৪০), নাতি সামির(১৮), ও স্ত্রী নূরবানু(৭০)।
আহতদের মধ্যে খোকনকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত খোকন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয় ,মধ্য হাজীপুর গ্রামর আলমচান মিয়ার ছেলে খোকন দীর্ঘ দিন ধরে ঠিকাদারীত্ব করে আসছিল। ঠিকাদারীত্ব নিয়ে পার্শ্ববর্তী পশ্চিম হাজীপুর এলাকার মৃত আবুল কালামের ছেলে ইব্রাহিম, মুজিবুর রহমানের ছেলে জীবন, সামসুল মিয়ার ছেলে শাহ আলম,করিম মিয়ার ছেলে হোসেন, আমিনুল মিয়ার ছেলে শাওন গংয়ের সঙ্গে বাদী খোকন মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ঠিকাদারীত্ব বিরোধের জের ধরে উল্লেখিত ইব্রাহিম ও জীবন বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় খোকনের বসত ঘরে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা খোকনকে একা পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধারে তার বড় ভাই আবুল বাশার,ভাবী রিনা বেগম, ভাগিনা সামির ও মা নূর বানু এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত ও নীলাফুল জখম করে।
আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ঘটনায় আহত খোকন বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরেই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে।