সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় মদসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। ১০ মে শুক্রবার রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলো- সোনারগাঁও পৌরসভার দত্তপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে জাহাঙ্গীর, বন্দর উপজেলা সালেনগর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে বাদল, একই উপজেলার মিনারবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে আরিফুর ইসলাম লিমন ও নুর মোহাম্মদ মিয়ার ছেলে হালিম, পৌরসভার গোয়ালদী গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে শাহ আলম , পৌরসভার পানাম এলাকার অমুল্য চন্দ্র দাসের ছেলে সুর্য্য কান্তি, পিরোজপুর দুঘঘাটা গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে সুমন ও মোগরাপাড়া রহমতপুর গ্রামের রহিম মিয়ার ছেলে সাগর।
সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, সোনারগাঁ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা পৌরসভার দিয়াপাড়া এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে ৩০পিস, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাদলকে ২০পিস, গোয়ালদী আলমগীরের বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের ঘর থেকে ২০ লিটার দেশীয় মদ সহ শাহ আলম ও সুর্য্য কান্তিকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, হাবিবপুর গ্রাম থেকে কাজলকে ২১ পিস ইয়াবাসহ, মঙ্গলেরগাঁও বটতলা থেকে হালিম, আরিফুল ইসলাম লিমন, সাগর ও সুমনকে ৩৩ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।