সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
হিন্দ্রসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পুজামণ্ডপ পরিদর্শন করে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। ১১ অক্টোবর শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।
উপজেলার সাদিপুর ইউনিয়ন নিমাই পালের পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বী শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুজা কমিটির সভাপতি চন্দ্রা পাল কমিটির সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা সোহেল রানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাহীম মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ, ফরহাদ আহমেদ, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য জাফর আহমেদ তুষার, সাদীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, ইয়ামিন রহমান শিশির, জুবায়ের আহম্মেদ সামি, মামুন ফকির,শহাদাত হোসেন সহ সোনারগাঁ থানা এবং সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খাইরুল ইসলাম সজীব।