সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোার ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমানের সুস্পষ্ট নির্দেশনায় ও নেতৃত্বে সোনারগাঁও উপজেলার অন্তর্ভুক্ত পূজা মন্ডপ, নিরাপত্তা নিশ্চিত করার পঞ্চমীঘাট বাজার সংলগ্ন পোদ্দার বাড়ি পূজা মন্ডপ ও তার আশেপাশের বিভিন্ন স্পষ্টে নিজেদের অবস্থান নিশ্চিত করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন অভি, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ্ জালালনারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাদ, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দল নেতা সোহেল আরমান,সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সোনারগাঁও ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রনি, সাবেক সিনিয়র সহ সভাপতি ইয়াসিন খান, সাবেক সহ সভাপতি সাজ্জাতুল আমিন, সাবেক সহসভাপতি সাব্বির আলী,সাবেক দপ্তর সম্পাদক আবির হোসেন, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি মুজাহিদুল ইসলাম মিহাদ,সাবেক সাংগঠনিক সানি সরকার, সাবেক সহ-সভাপতির আহাদ সরকার, সাবেক সদস জাহিদ হাসান, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা, সোনারগাঁও ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য রাহাত হোসেন শুভ, সাদিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাইয়ুম, ৯ নং ওয়ার্ড যুবদল নেতা রফিকুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা হোসেন মুন্সি, শরিফ হোসেন, আমির হোসেন, ইমান হোসেন, সনমান্দী ইউনিয়ন যুবদল নেতা নয়ন সরকার সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।