সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী, ভূমিদস্যূ, চাঁদাবাজ, ঝুট সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। একই সঙ্গে এসব বিষয়ে কোন পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ হবে বলে কঠোর হুশিয়ারী দিয়েছেন তিনি।
১২ মে রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয় জানান পুলিশ সুপার হারুন অর রশীদ।
সভায় পুলিশ সুপার জানান, চলমান রমজানে এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা পুলিশের পাশাপাশি আনসার ও কমিউনিটি পুলিশ মোতায়েন করা হবে। হকারমুক্ত ফুটপাত নিশ্চিত করণের জন্য জেলা পুলিশ কাজ করছে। উক্ত কাজে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ জানান পুলিশ সুপার।
এসপি হারুন অর রশীদ বলেন, পূর্বের ন্যায় ভূমিদস্যূ, গার্মেন্টস অস্থিরতা, ঝুট সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান কঠোর। জেলা পুলিশের কোন সদস্য যদি মাদক বা অন্য কোনো অপরাধের বা অপরাধীদের সাথে সংশ্লিষ্ট থাকে তবে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারী দেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত বিজিবির নারায়ণগঞ্জ-৬২ এর এসপিপি মেজর এসএম হাবিব ইবনে জাহান, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, র্যাব- ১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও সোনারগাঁও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার প্রমূখ।
নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত নাগরিক সেবাসমূহের ‘জেলা পর্যায়ের ইনোভেশন শোকেসিং-২০১৯’ এর উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক রাব্বী মিয়া ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।