ডেস্ক রিপোর্ট, সান নারায়ণগঞ্জ
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইউনিয়নের পরিষদের সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ১৪ অক্টোবর সোমবার ফতুল্লা থানার ভূইগড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমিন হোসেন ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম। আমিন হোসেন ফতুল্লা মডেল থানার মাহমুদপুরের আলাউদ্দিনের ছেলে ও শাহ আলম মাস্টার একই থানার ভূইগড়ের আবুল হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।