সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা জানেন এই স্বৈরাচারী সরকারের দোসররা, যারা পরাজিত শক্তি তারা নতুন করে আবারো চক্রান্ত করছে। দেশকে একটা অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করছে ওই পতিত পরাজিত শক্তি। আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের দোসররা যাতে কোথাও দাঁড়াতে না পারে।
২১ অক্টোবর সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলার বারদী রিবর গার্লস স্কুল মাঠে বারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক অলোচনা ও কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে সেলিম হোসেন দিপু এসব কথা বলেন।
তিনি বলেন, সতর্ক থাকতে হবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতা অভুত্থানে জুলুম অত্যাচারীদের বিতারিত করেছেন, তারা যাতে আবারো মাঠে এসে জুলুম অত্যাচার নির্যাতন করতে না পারে।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ের গণমানুষের নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা চক্রান্ত করছে। তারা আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে ষড়যন্ত্র করছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আপনারা বিভ্রান্ত হবেন না। এখানে সামনে সবাই আমার মুরুব্বী। আপনারা জানেন বিগত সাড়ে ১৫ বছর শেখ হাসিনার অবৈধ সরকার আমাদের জেল জুলুম অত্যাচার নির্যাতন করেছে। আমরা কোনো মিটিং মিছিল করতে পারিনি। বাড়িতে ঘুমাতে পারিনি। হামলা মামলা দিয়ে আমাদের অত্যাচার নির্যাতন করেছে। কেউ রাস্তায় দাঁড়িয়ে একটা কথাও বলতে পারেন নাই। এসব মনে রাখতে হবে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই স্বৈারাচারী শেখ হাসিনা যেনো আবারো মাথাচাড়া দিয়ে না ওঠতে পারে।
কর্মীসভায় বারদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সী।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, বারদী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বারদী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সাত্তার মেম্বার, করিম মেম্বার, হাবিবুল্লাহ, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, নাসির মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, মাই টিভি সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী, বারদী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মতিন।
এতে সঞ্চালনায় ছিলেন বারদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম। এতে ৮ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।