সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫শে অগাস্ট যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন দিনমজুর মো: শরীফ। যিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানাড়পার এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থাকেন।
২৫ অক্টোবর শুক্রবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আহত মো: শরীফকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।