সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ফেনীর বন্যাদূর্গতদের পাশে দাঁড়িয়েছে রোটারী ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি। একই সঙ্গে সেখানে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করেছে সেবামূলক এই সংগঠনটি। ২৬ অক্টোবর শনিবার ফেনীতে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শনিবার রোটারী ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির উদ্যোগে ফেনীর দ্বাগন ভূঁইয়া জায়লস্কর উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত টয়লেট দু’টি পূণর্নিমাণ এবং বিদ্যালয়ের চারপাশে ১০০ চারাগাছ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ মেম্বার ইব্রাহিম রাজু, সেক্রেটারী এডভোকেট ধনঞ্জয় গুহ জয়, জয়েন্ট সেক্রেটারী সমাজ সেবক ও রাজনীতিক দিদার খন্দকার, প্রজেক্ট চেয়ার কাজী শাহিন, কো-চেয়ার আবু উমর সিদ্দিক নুর, মজিবুর রহমান, সদস্য সাজেদা মুন্নী, মাসুদ রানা ও রিসাদ আহমেদ।
তারা জানান, প্রোগ্রাম শেষে ফেলোশীপ করার জন্য পতেঙ্গা বীচে আনন্দ করে নারায়ণগঞ্জ এ চলে আসি।