সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। কর্মসূতিতে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ পালন করেছি। তিনি নির্দেশ দিয়েছেন অহেতুক টাকা খরচ করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে সেই টাকা দিয়ে জনকল্যাণে ডাক্তার দিয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করার। এরই ধারাবাহিককতায় আমাদের যুবদলের উদ্যোগে পুরো উপজেলায় ৩ হাজার অসহায় পরিবারকে মাঝে বিনামূল্যে ওষুধসহ এই চিকিৎসা সেবার ব্যবস্থার মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি।
২৭ অক্টোবর রবিবার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন, জেলা ও সোনারগাঁ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নেতৃবৃন্দ।