সোনারগাঁয়ে বিএনপি নিয়ে ষড়যন্ত্র: অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, সংবাদ সম্মেলন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দাবি করেছে বিএনপি। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা বিএনপি।

২ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রথমেই স্মরণ করছি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি। সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত ১৬ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনে নিহত বিএনপির নেতা কর্মীদের এবং ২০২৪ সালে জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি

তিনি আরো বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দদের বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহল অসৎ স্বার্থ চরিতার্থ করার লক্ষে বিভিন্ন জায়গায় মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করে চলেছে। স্বার্থন্বেষী এ মহলটি বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীদের কাছে মিথ্যা ও ভিত্তিহীন কাল্পনিক তথ্য উপস্থাপন করে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীদের হেয়প্রতিপন্ন করার জোর চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জননেতা আজহারুল ইসলাম মান্নানসহ বিভিন্ন নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করিয়েছে। এতে দলের ও নেতাকর্মীদের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে হচ্ছে।আমরা সোনারগাঁও উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এসব ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত প্রচারিত ও প্রকাশিত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি।

সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অবগত আছেন বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অবৈধ ক্ষমতাকালে বিএনপির ঘোষিত গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের সকল কর্মসূচিতে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জননেতা আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা গুম নির্মম নির্যাতনের শিকার হয়েও আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিগত যেকোনো সময়ের তুলনায় বর্তমান সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত সুশৃংখল ও শক্তিশালী সুসংগঠিত।

বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পর থেকে লক্ষ্য করছি যে, সোনারগাঁও উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে অযাচিত মন্তব্য মিথ্যা বানোয়াট বক্তব্য রটানো হচ্ছে, যারা এসব রটাচ্ছে তারা বিগত ১৬ বছরের আন্দোলন সংগ্রামে বিন্দু পরিমাণ ভূমিকা না রাখা ব্যক্তিত্ব, যাদের সাথে পতিত আওয়ামীলীগের দোসরদের সরাসরি অবস্থান পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সোনারগাঁ বিএনপির ঐক্য বিনষ্ট করতে সংস্কারপন্থী বিএনপির এক নেতা ও তার ভাই আওয়ামী লীগ নেতা বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপির তালিকাভুক্ত মিলেমিশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে মাঠে নেমেছে চক্রটি। সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তিমূলক বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। যা মূলত স্বৈরাচারী আওয়ামী লীগের ষড়যন্ত্র চক্রান্তের নীল নকশার অংশ।

চক্রটি সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, উপজেলা বিএনপি সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আর মুজাহিদ মল্লিক, সহ-সভাপতি আব্দুর রহমান মুন্সী, সহ সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম হক, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌরসভা বিএনপির সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফারুক সোনারগাঁ পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শামীম, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসানের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক তথ্য প্রদান করেছে।

এ বিষয়ে আপনারা সাংবাদিক সকলের কাছে আমাদের আহ্বান থাকবে চক্রান্তকারীদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার। তারা শুধু আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে তাই না, পুরো সংবাদ মাধ্যমকেও জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করছে। তাই আপনারা সুচিন্তিত সাংবাদিক সমাজ আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক, জনগণের অধিকার প্রতিষ্ঠার, মুক্ত বাক স্বাধীনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেই বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির-সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাসনাইন প্রমুখ।