সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবজি চাষে বিপ্লব ঘটানো সরকারী পুরষ্কার প্রাপ্ত শফিকুলের ১৫ শতাংশ জমির ১২০টি লাউগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা। সোমবার (৪ নভেম্বর) দিবগত রাতে এ ঘটনা ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী এলাকায়। প্রসঙ্গত, ৭ বছর ধরে সবজি চাষ করে এবং দেশের বিভিন্ন এলাকায় তার চাষকৃত সবজি পাইকারী বিক্রি করে সফলতা অর্জন করে সরকারী ভাবে পুরষ্কৃত হন উদ্যোগী যুবক শফিকুল।
এ মৌসুমে ১৫ শতাংশ জমির ফলনকৃত লাউ বিক্রি করে প্রায় লক্ষাধীক টাকা আয় হতো বলে শফিকুল জানান। এ ঘটনায় তার লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, সরাবদী গ্রামের শিক্ষিত যুবক শফিকুল ইসলাম আড়াইহাজার উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আঃ কাদিরের পরামর্শে ৫ বছর আগে তার এক চিলতে জমিতে সব্জির চাষ শুরু করেন। তখন মাত্র এক বিঘা জমিতে টমেটোর এবং এক বিঘা জমিতে লাউ চাষ করে তিনি মোটা অংকের টাকা আয় করেন।
এর পর শুরু করেন তিনি লাউ. টমেটো, শিম, ফুল কপি, বাধা কপি, ঝিঙ্গে, কড়লা, বেগুনসহ নানা প্রকার সবজির চাষ। গ্রামবাসিকে উদ্বুদ্ধ করতে থাকেন সবজি চাষ করার জন্য। ফলে গ্রামবাসিও তার দেখা দেখি সবজির চাষ শুরু করেন।
এবার ওই গ্রামে ৫০ একর জমিতে সবজির চাষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সবজির ফলন খুব ভাল হয়েছে। কিন্তু দেশে বর্তমানে সবজির এ দূর্মূল্যের বাজারে এবং সবজির এ ক্রান্তি লগ্নে সোমবার রাতে তার ১৫ শতাংশ জমির লাউ গাছ কেটে তার মারাত্মবক আর্তিক ক্ষতি করেছে দূর্বৃত্তরা।