নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বৈষম্য বিরোধী ছাত্র- জনতার সাথে সরকারি বাহিনীর গত জুলাই- আগষ্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান আন্দোলনে গুরুতর আহতদের এনসিসি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসা সেবা ব্যবস্থা করা হয়।

৪ নভেম্বর সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ন্যাশন ওয়াইড ক্যাডেট কোর’ (এনসিসি) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আফরিন আশরাফ এর সভাপতিত্বে ও আদনান তাহসান’র সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসা সেবা ব্যবস্থা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ মাহমুদুল হক।

তিনি বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা জানেন বৈষম্য আন্দোলনে আহত- নিহতদের সকল প্রকার আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য বর্তমান সরকার কাজ করছে। তাছাড়া সরকার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইতিমধ্যে আহতদের আর্থিক সহায়তা প্রদান করছে। সরকারের কাছে নারায়ণগঞ্জের গুরুতর আহত মাহবুবের জন্য উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চিঠি দিয়েছি। সরকার আশ্বস্ত করেছেন সবসময় আহতদের পাশে থাকবে। জেলা প্রশাসক হিসেবে আমি যতটুকু সহায়তা দরকার আমরা করছি আর ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।

এ সময় ‘ন্যাশন ওয়াইড ক্যাডেট কোর’ (এনসিসি) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সানজানা সেলিম বর্ষা ও আমন্ত্রিত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের বৈষম্য আন্দোলনে গুরুতর আহত প্রায় ১৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করে। তাছাড়া আহতদের উন্নত সুচিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ হতে ভবিষ্যতেও এই ধরনের আর্থিক সহায়তা প্রদান ও সুচিকিৎসার সেবা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র-ছাত্রী প্রতিনিধি উপস্থিত ছিলেন।