সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের সুনামধন্য পোশাক তৈরি কোম্পানি ‘রাসেল গার্মেন্টস’র শ্রমিকরা হঠাৎ বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি করে রাজপথ দখল করে বিক্ষোভ সমাবেশ করে।
বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পাশে ১নং রেলগেইট এলাকায় অবস্থিত ‘রাসেল গার্মেন্টস’ এর পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি করে রাজপথে নেমে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় দীর্ঘ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে এবং জনদূর্ভোগের সৃষ্টি হয়।
বকেয়া বেতনের দাবীতে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের অসন্তোষের সংবাদ পেয়ে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ান শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক। এ সময় তিনি সকল শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার নিখুঁত সমাধান দেন। শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক শ্রমিক অসন্তোষের সমাধানের বিষয়ে রাসেল গার্মেন্টসের মালিক মো. আক্কাস উদ্দিন মোল্লার সাথে সাক্ষাৎ করেন। এরপর মালিকের আশ্বাসে শ্রমিকরা আবার নিজ নিজ কাজে ফিরে যায়।
এরপর বিকেলে রাসেল গার্মেন্টসের শ্রমিকদের বিগত মাসের বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ করেন মালিক কর্তৃপক্ষ। বর্তমানে ঐ কোম্পানিতে আর কোন শ্রমিক অসন্তোষ নেই বলে জানান গার্মেন্টসের কর্মকর্তা এজিএম মো. মোস্তফা।