মহানগর যুবদলে আবারো ফাটল: পৃথক ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচিতে শোডাউন

সান নারায়ণগঞ্জ

আবারো ফাটল ধরেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনীতিতে। ৮ই নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনে সেই ফাটল চোখে পড়ছে। পৃথখ পৃথক ব্যানারে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শীর্ষ তিন নেতা দুইটি ব্যানারে কর্মসূচি পালন করেছেন। একদিকে আহ্বায়ক ও সদস্য সচিব মহানগর যুবদলের ব্যানারে শোডাউন করেছেন, অন্যদিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান পৃথকভাবে মহানগর যুবদলের ব্যাানরে কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকায় বিশাল শোডাউন দেখিয়েছেন।

৮ নভেম্বর শুক্রবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির ওই র‍্যালি করেন সাগর প্রধান। এর আগে নারায়ণগঞ্জ সদর বন্দর ও সিদ্ধিরগঞ্জ থেকে প্রায় কয়েকশ নেতা কর্মী নিয়ে রাজধানীর নয়া পল্টণে অংশগ্রহণ করেন মহানগর যুবদলের এই নেতা।

সাগর প্রধান বলেন, আজকে কেন্দ্রীয় বিএনপির আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে বিশাল জনসমুদ্র নিয়ে অংশ গ্রহন করেছি। দলের জন্য আমি রাজনীতি করি। ব্যাক্তি স্বার্থে জন্য কিছু লোক রাজনীতি করে। আদোতে তাদের দল নিয়ে কোন মাথা ব্যাথা নাই। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহম্মেদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন অভিযোগ উঠেছে। তারা অযোগ্য মানুষকে পদ পদবী দিয়ে সংগঠন পরিচালনা করছেন। এতে করে যোগ্যরা পিছিয়ে পড়ছে।

আমি এর নিন্দা জানাই। আজকে র‌্যালিতে আমার জনসমুদ্র তৈরী করা অংশগ্রহন, কেন্দ্রীয় নেতারা প্রসংসা করেছেন। আমি আগামী দিনের দলের জন্য নিঃস্বার্থে কাজ করে যেতে চাই। আমার আদর্শ থাকবে শহীদ রাষ্ট্রপতি সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের আদর্শের।