আড়াইহাজারে অবৈধ বিদ্যুৎে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইউনুস আলী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইউনুস আলী (৫৬) নামে ধান মাড়াইয়ের এক মেশিন চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নোয়াদ্দা এলাকার ৮নং ওয়ার্ডের মৃত মনসুর আলীর ছেলে।

আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৩ মে সোমবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে।

ৎজানা গেছে, সোমবার সকালে স্থানীয় নোয়াদ্দা এলাকায় একটি বাড়িতে তিনি ধান মাড়াইয়ের মেশিনে অবৈধভাবে বিদ্যুৎের সংযোগ (হুকিং) করে ধান মাড়াই করছিলেন। এ সময় হঠাৎ মেশিনে বিদ্যুতায়িত হয়ে যান। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-২, আড়াইহাজার জোনাল অফিসের (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াছমিন বলেন, ধান মাড়াইয়ের মেশিনে অবৈধ পন্থায় বিদ্যুৎ সংযোগ (হুকিং) করা হয়েছিল। এ সময় ইউনুস আলী বিদ্যুৎতায়িত হয়ে মারা যান।