তৈমূরের বিরুদ্ধে অতিউৎসাহী হয়ে মামলা দায়েরকারী চাখারী হত্যা মামলায় কারাগারে

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে সাত বছর পূর্বে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হওয়ার ঘটনায় সম্প্রতি অতিউৎসাহী হয়ে মামলা দায়ের করেছিলেন বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। অবশেষে সেই চাখারীকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

এদিকে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন ড. তৈমূর আলম খন্দকার। তৈমূর আলম খন্দকার আগেই বলেছিলেন, ৫ আগস্টের পর বিএনপির কেউ আমার বিরুদ্ধে মামলা দায়ের করেনি। ওই মামলায় আসামী হওয়ার আগে আমার মৃত্যু হলেও ভালো ছিল বলেও তিনি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দেন।

১৯ নভেম্বর মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান এ আদেশ দেন। মঙ্গলবার রাত ২টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। ঘনিষ্ঠ সুত্র বলছে, বিএনপির হস্তক্ষেপে অতিউৎসাহী আওয়ামীলীগের দালাল বাবুল সরদার চাখারীকে গ্রেপ্তার করা হয়।

এদিন তাকে পুলিশ হেফাজত থেকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক নাজমুল জান্নাত শাহ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু মূল নথি না থাকায় আদালতে কোনও শুনানি হয়নি। নথি সাপেক্ষে পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা জানান বিচারক।

মামলা সূত্রে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।

অন্যদিকে জানাগেছে, গত ১১ নভেম্বর ৬ বছর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ৬৫ জনকে আসামি করে মামলা দায়ের করে কথিত বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামী করে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জহির হোসেন গণমাধ্যমে বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত ৩১ অক্টোবর আদালতে নালিশি মামলা হয়। আদালত মামলার অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

বাবুল সরদার চাখারী মামলার আরজিতে বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত আদালতে যাওয়ার উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা দেন। এ সময় তিনিও (বাদী) ওই গাড়িবহরের সঙ্গে ছিলেন। গাড়িবহরটি মগবাজারে পৌঁছালে জি এম কাদেরসহ অন্য আসামিদের হুকুমে হামলা হয়। বহরের গাড়ি ভাঙচুর করা হয়।

মামলায় বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দসহ ড. তৈমূর আলম খন্দকারকেও আসামী করা হয়।তৈমুর আলম খন্দকার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০২২ সালের জানুয়ারি মাসে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। অথচ ঘটনা ছিল ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারীর।