বন্দরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৫০ কেজি গাঁজা উদ্ধার

সান নারায়ণগঞ্জ

র‌্যাব-১১, সদর কোম্পানি এবং সিপিএসসি কোম্পানি, নারায়ণগঞ্জ এর যৌথ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৫০ কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত পিকআপ গাড়িসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান র‌্যাব- ১১ এর মিডিয়া অফিসার, এএসপি সনদ বড়ুয়া।

তিনি জানান, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

র‌্যাব আরো জানায়, র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ ১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়েছে। মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে। আটককৃত আসামী মোঃ বাদশা মিয়া (২১), পিতা-মৃত রুহুল আমিন, সাং-মানিকছড়ি, হাজীপাড়া, থানা-মানিকছড়ি, জেলা-খাগছড়ি।

গ্রেপ্তারকৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত আসামী উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামী মোঃ বাদশা মিয়া বর্ণিত সময় ও স্থানে একটি বিশেষ কৌশলে পিকআপ গাড়ীটির ড্রাইভিং সীটের পাশের সীটের নীচে ও সীটের উপর প্লাস্টিকের বস্তায় রক্ষিত নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো জব্দকৃত আলামত অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা বিক্রয় করার উদ্দেশ্যে তার নিজের দখলে রেখেছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মামলা নং-২৭, তারিখ-২০/১১/২০২৪ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণী ১৯(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।