সান নারায়ণগঞ্জ
আওয়ামীলীগ সরকার আমলে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য মামলায় আসামী হয়েছিলেন প্রয়াত যুবদল নেতা রশিদুর রহমান রশু। কারাভোগ করেছেন বহুবার। রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছেন একাধিকবার। সেই রশিদুর রহমান রশুর ১ম মৃত্যু বার্ষিকী ৩০ নভেম্বর।
প্রয়াত রশিদুর রহমান রশুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩০ নভেম্বর শনিবার সকালে তার কবর জিয়ারত করে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মহানগর যুবদল ও মহানগর কৃষকদলের নেতাকর্মীরা। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পালন করা হয়।
রশিদুর রহমান রশু ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতিতে জড়িত। নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিলেন তিনি। শহর বিএনপির কমিটিতেও ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন। ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক। মৃত্যুকালেও তিনি ছিলেন মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক।
প্রয়াত রশিদুর রহমান রশু ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সাবেক সভাপতি, নাসিকের ৪বারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের আপন ভাগ্নে।
শনিবার যুবদল ও কৃষকদলের নেতাকর্মীরা রশিদুর রহমান রশুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা কৃষকদলের সভাপতি রানা মুজিব, মহানগর কৃষকদলের সভাপতি লুৎফর রহমান খন্দকার স্বপন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, নাজমুল কবির নাহিদ, শওকত খন্দকার সহ অন্যান্য নেতাকর্মীরা।