সান নারায়ণগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার সোনারগাঁও উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ড, কাঁচপুর কাঁচাবাজার ও কাচপুর মার্কেট এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার এবং সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে জেলা ও সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।