সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সোনারগাঁও উপজেলা আওতাধীন নোয়াগাঁ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার নোয়াগাঁও ইউনিয়নের বৃষ্ণানাদী বাজারে এই উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নোয়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ হালিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর নাসির উদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নাসির উদ্দিন নাসু, গোলজার হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ বাবুল, সোনারগাঁও উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সানাউল্লাহ সারোয়ার হোসেন, নোয়াগাঁও ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ফকির, হৃদয় হাসান, হাফিজুল, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির, নোয়াগাঁও ইউনিয়ন মৎস্যজীবিদলের সভাপতি কবির, নোয়াগাঁও ইউনিয়ন জাসাসের সভাপতি ডালিম, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক চঞ্চল, নোয়াগাঁও ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি নেতা শাহিন, রাজিব, রমজান, কবির, শাহাজাহান, রিপন, রাসেল, বাতেন সহ নোয়াগাঁও ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।