শহীদ রবিউল চত্ত্বর নামকরণের দাবি জানালেন দিদার খন্দকার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক, মহানগর বিএনপির একাংশের অনুমোদিত সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪নং ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেছেন, শহীদ রবিউল ১৯৯০ সালে স্বৈরাচার পতনের ডাকে আন্দোলনে নিহত হন, তখন আমি দশম শ্রেণিতে পড়ি। যেদিন রবিউল নিহত হন, তখন আমি ও আমার বন্ধু রাতে এশার নামাজ পড়ে স্বৈরাচার পতনের ডাকে মিছিলে যোগ দিলে পুলিশ আমাকে গুলি করেছিল। সেখানে আমিও গুলিবিদ্ধ হই। আমি শহীদ রবিউলের আত্মার মাগফেরাত কামনা করছি।

১ ডিসেম্বর রবিবার বিকেলে শহীদ রবিউল স্মরণে মহানগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ভবনের সামনে এক সভা তিনি এ কথা বলেন।

নগরীর ২নং রেল গেইট এলাকাকে শহীদ রবিউল চত্ত্বর করার দাবি জানিয়ে দিদার খন্দকার বলেন, নগরীর ২নং রেল গেইট এলাকাটি শহীদ রবিউল চত্ত্বর হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।

কারাবন্ধী মহানগর বিএনপি নেতা জাকির খানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। সেই মামলার রায় আগামী মাসে হবে। সে কারণে আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা সবাই জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেনো মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি।