সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগ প্রমানিত হওয়ায় দুই ব্যক্তিকে ৩ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ১৪ মে মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার অভিযুক্ত আলী শাহিন ও স্বপনকে এই কারাদন্ড দেন।
সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার আবদুল সালেকের ছেলে আলী শাহীন (২০) ও রূপচাঁদের ছেলে স্বপন (২২) দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন বাড়ি থেকে কবুতর চুরি করে বিক্রি করে অন্যত্র বিক্রি করে দিতো।
১৩ মে সোমবার রাতেও তারা বিভিন্ন বাড়িতে কবুতর চুরি করতে গেলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাদের দু’জনকে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেছেন।