সিদ্ধিরগঞ্জে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণে গিয়াসউদ্দীন

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা বাড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দীন।

২ ডিসেম্বর সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মুহাম্মদ গিয়াসউদ্দীন জনগণের মাঝে ওইসব লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পূর্বেই জাতির সামনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। এখন বিশিষ্টজনসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সংস্কারের কথা বলছেন, তারেক রহমান কর্তৃক ৩১ দফাতেও সেসব সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এতে বুঝা যায় আমাদের নেতা রাজনীতিতে কতটা পরিপক্ব ও বিচক্ষণ।